কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক বড় করার কাজে বাধা দেওয়ায় অযিউল্লাহ (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্ৰামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামে সম্প্রতি একটি সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। ভূমি অধিগ্রহণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জমির ওপর রাস্তা করা হয় বলে বাধা দেন অযিউল্লাহ। বিষয়টি মীমাংসার জন্য লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে ঘটনাস্থলে আসেন। তাকে জায়গাটি ছেড়ে দিতে বললে অযিউল্লাহ রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।