নরসিংদী প্রতিনিধি মো: খায়রুল ইসলামঃ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ছয়জন টেঁটাবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুলাহপুর এলাকায় এই সংঘর্ষ চলে। টেঁটাবিদ্ধ ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুলাহপুর গ্রামের মো. শাহাদৎ (১৮), মো. জাকির হোসেন (৪০), জীবন মিয়া (২০), জুনায়েদ (৯) ও নীলু মিয়া (৪৫)। তাঁদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথম চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আব্দুলাহপুর গ্রামের ফরহাদ হোসেন স্বপন ও মো. কাঞ্চন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগে গত ১৩ মে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে নুরু ইসলাম।