২৪ নভেম্বর ২০২২; দিনটি চাইলেও ভুলতে পারবেন না রিচার্লিসন। যেদিন সার্বিয়ার বিপক্ষে তিনিই নায়কের বেশে হাজির হয়েছিলেন লুসাইল আইকনিক স্টেডিয়ামে। ম্যাচের ৬২তম মিনিটের পর ৭৩তম মিনিটেও গোল করেন। যেনতেন কোনো গোল হলে এত কথা হতো না। নিজের ও দলের স্কোরলাইন ২-০ করার পথে যে গোলটি করেছিলেন রিচার্লিসন, সেটি যে ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে ছবির মতো।
বা পাশ দিয়ে আক্রমণে ওঠা ভিনিসিয়ুস জুনিয়র নিখুঁতভাবে বল পাস দেন ডি বক্সের সামনে থাকা রিচার্লিসনকে। হাওয়ায় ভাসা বলটি রিচার্লিসন ওভারহেড বাইসাইকেলে কাঁপিয়ে দেন সার্বিয়ার জাল। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে তাঁর বন্দনা। তখনই বোঝা যায় এই গোলটি এবারের আসরের সেরার তালিকায় জায়গা করে নেবে। গতকাল ফিফার প্রকাশিত ফলাফলে সেই উত্তরটি মিলে গেল। আর ৯ গোলকে পেছনে ফেলে দর্শকদের ভোটে রিচার্লিসনের সেই গোলটিই হয়েছে আসরের সেরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]