শিরোমনি ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের কাছে তেল বিক্রির ঘটনা এটা দেখাচ্ছে যে রাশিয়ার সঙ্গে উপসাগরীয় তেল উৎপাদনকারীদের সহযোগিতা বেড়েই চলেছে। বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গভীর হয়েছে।
যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে চাপ দিয়েছিল, যাতে তারা আরও বেশি তেল উৎপাদন করে। এটা করা হলে বাজারে রুশ তেলের বিকল্প থাকত। আমেরিকা আরও চেয়েছিল রাশিয়াকে ক্রমান্বয়ে একঘরে করে ফেলতে। তবে উপসাগরীয় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের এই চাপ এখন পর্যন্ত ঠেকিয়ে রেখেছে। এটা এখনো পরিষ্কার নয় যে ঠিক কখন থেকে সংযুক্ত আরব আমিরাত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে। তবে জাহাজের গতিবিধিসংক্রান্ত তথ্য এমন ধারণা দিচ্ছে যে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলা এবং এরপর মস্কোর ওপর পশ্চিমা অবরোধ আরোপের পর থেকে দেশটিতে রুশ তেল আমদানি বেড়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]