রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
রূপসায় নদীর বালু উত্তোলন;৫ জনকে কারাদন্ড
শেখ মাহাবুব খুলনা জেলা প্রতিনিধিঃ : আঠারো বেকী নদীর তীরদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে। সূত্র জানায় রূপসা উপজেলার আঠারো বেকী নদীর নন্দনপুর এলাকা থেকে আলাইপুর গ্রামের আবদুল্লাহ শিকদারের পুত্র শাহজালাল শিকদার (২৪) মৃতঃ শাহজালালের পুত্র আবু তালেব (২০) রব্বানী শেখের পুত্র আলামিন শেখ (৩৫) আবদুল্লাহ শিকদারের পুত্র শাহাবুর শিকদার (২০) এবং সুলতান শিকদারের পুত্র আজিম শিকদার (৩০) অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। গত ৪ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনকারী ৫ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করেন। এসময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলন করা ড্রেজার মেশিন জব্দ করা হয়। ঘটনার সময় রূপসা থানার অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেন সহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.