শেখ মাহাবুব আলম খুলনা জেলা প্রতিনিধি:
রূপসায় বাল্য বিয়ে দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বর পক্ষকে ৫০০ টাকা জরিমানা করেছে। সেই সাথে কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দাম্পত্য জীবন শুরু যাতে না করে তার জন্য উভয়পক্ষের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ১৬ জুলাই দুপুরে উপজেলার বাগমারা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাছুম বিল্লাহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাগমারা গ্রামের মৃত দেলোয়ার হোসেন শেখ এর মেয়ে ঝানু’র ভাড়াটিয়া আকরামের নাবালিকা মেয়ে রত্না খাতুনের (১৭) সাথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের আনসার আলীর ছেলে মো. সালাহ উদ্দীনের (২১) বিয়ে অনুষ্ঠানের আয়োজন চলতে থাকে। দুপুরের মধ্যে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে কনে’কে নিয়ে বর পক্ষ রওনা দেওয়ার প্রস্তুতি নিতে থাকে।
এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের খবর পেয়ে বেলা সাড়ে ৩টায় হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাছুম বিল্লাহসহ স্থানীয় ফাঁড়ি পুলিশ। ভেস্তে যায় সকল আয়োজন। এসময় বাল্য বিয়ে দেওয়ার তথ্য প্রমাণের ভিত্তিতে বরের চাচা মো. এশার আলীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা যাতে দাম্পত্য জীবন শুরু না করতে পারে তার জন্য বর ও কনে পক্ষের অভিভাবকের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বর মো. ইলিয়াজ হোসেন শেখ, মহিলা মেম্বর রিনা পারভিন, এসিল্যান্ড অফিসের নাজির নুরুল ইসলাম ও পূর্ব রূপসা বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাব উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]