মোঃ মাসুম সরদার,রূপসা উপজেলা প্রতিনিধি: রূপসায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রূপসা উপজেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষক গনের সাথে মতবিনিময় সভা আজ ২৪ মার্চ সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মোঃ সাখাওয়াৎ হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সিপিই পরিচালক মোঃ আব্দুল হালিম ভূঁঞা,খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম পরিচালনার বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা,এসএম আলী আকবর,প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান,শ্যামল কুমার দাস,সজীব কুমার মহলী, সুমাধূরী চক্রবর্তী,মোঃ মাসুদ আলম,আবু বক্কর সিদ্দিক, পারভিন সুলতানা,সুলতানা জাহান,শ্যামল কান্তি মন্ডল প্রমূখ।
এরপর অতিরিক্ত শিক্ষা সচিব টিএসবি ইউনিয়নের কাজদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
Notifications