শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) আল আমিন মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০৩ আগষ্ট বেলা ২ টায় রূপসা থানাধীন চর মোছাব্বারপুর সাকিনস্থ জনৈক মোঃ হাসান (৪০), পিতা-মৃত মন্নান বুড়ো এর বাড়ীর সামনে সিংহেরচর - রহিমনগর গামী ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ সেলিম শেখ (৩০), পিতা- মোঃ সুলতান শেখ, মাতা-দুদ মেহের, সাং- চর মোছাব্বারপুর, থানা-রূপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামী মোঃ সেলিম শেখ (৩০) তার পরিহিত লুঙ্গির কোচর হতে সাদা স্বচ্ছ এয়ারটাইট পলিপ্যাকে থাকা ২০ (বিশ) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এসআই (নিঃ) আল আমিন উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ০৩/০৮/২০২১ তারিখ বেলা ০২.২০ টার সময় বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানার মামলা নং- ০৩, তারিখ- ০৩/০৮/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]