নাট্যাভিনেতা সিদ্দিকুর রহমান এবার অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন। রাজধানীর বনানীতে ‘লংকা’ নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন। গত ৮ সেপ্টেম্বর রেস্টুরেন্টের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মো. ইকবাল, নৃত্যপরিচালক ইউসুফ খান, অভিনেতা অনুভবসহ আরো অনেকে। সিদ্দিকর বলেন, ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজনবিলাসি তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]