জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির নতুন ক্রীড়া পরিচালক ফেদেরিকো চেরুবিনি। জানালেন, ক্লাব ছাড়তে চাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি পর্তুগিজ তারকা।
তুরিনের ক্লাবটিতে রোনালদোর চুক্তির মেয়াদ আছে আগামী বছরের জুন পর্যন্ত। গুঞ্জন আছে, চলতি গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড।
৪ ম্যাচে ৫ গোল করে এখন পর্যন্ত এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার দল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল যদিও বিদায় নিয়েছে শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হেরে।
চেরুবিনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, বিশ্রাম শেষে দলের সঙ্গে যোগ দেবেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। ক্লাব ছাড়ার সম্ভাবনার বিষয়ে রোনালদোর কাছ থেকে কোনো ইঙ্গিত আমরা পাইনি, জুভেন্টাসের কাছেও তেমন কিছু নেই।
জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে রোনালদো করেছেন ১০১ গোল। এর মধ্যে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তার গোল ৩৬টি। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড এখনো জুভেন্টাসের গুরুত্বপূর্ণ অংশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]