মিন্টু মিয়া, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে হলহলিয়া নদীর তীরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ফলুয়ার চর নৌঘাট, চরশৌলমারী ও পাখিউড়া পর্যন্ত নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার। এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ও সাংবাদিকবৃন্দ। অভিযানে ৬টি ড্রেজারের প্রায় ৫০টি পাইপ ধব্বংস করা হয়। এ সময় বালু ব্যবসায়ীরা এবং ড্রেজার মালিকরা পালিয়ে যান। পাশাপাশি বালু উত্তোলন যাতে না হয় সে বিষয়ে এলাকাবাসিকে সোচ্চার থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার ফলুয়ারচর ঘাট ও চরশৌলমারী এবং পাখিউড়ায় হলহলিয়া নদীর পাড়ে বিভিন্ন স্পটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রয় করছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। ইউএনও পূবন আক্তার বলেন, স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী সুযোগ বুঝে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। আমরা এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার পাইপ ধ্বংস করেছি।