রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন
মিন্টু মিয়া, রৌমারী প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ'শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮ই মার্চ সকাল ১০ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নে হত-দরিদ্র অসহায়দের স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শৌলমারী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার খাদ্য বান্ধব সরকার এ সরকারের আমলে যেন কাউকে না খেয়ে থাকতে হয় সে লক্ষেই হত-দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিতরন করে আসছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোসলেম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক খন্দকার নুরুল আলম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ও ডিলার নুরুল ইসলাম প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.