রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৪ এপ্রিল ২০২৫ | ১ বৈশাখ ১৪৩২ | ১৫ শাওয়াল ১৪৪৬
রৌমারীতে দুঃস্থদের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ
মিন্টু মিয়া রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ৪’শ জন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মর্নিংসান কিন্ডার গার্টেন স্কুল চত্বর থেকে এসব খাদ্য বিতরণ করা হয়। জানা গেছে, রোটারি ক্লাব অফ ঢাকার উদ্যোগে ও মিতুলি ফাউন্ডেশনের সহযোগিতায়, রোটারি কমিউনিটি ক্রোপস অফ রৌমারী (আরসিসি)’র ব্যবস্থাপনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি সোলা বুট, আধাকেজি খেজুর ও ১ কেজি সোয়াবিন তেল, ৪০০জন দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভার:) আশরাফুল আলম রাসেল, ওসি তদন্ত এমএ সাইদ, রোটারি কমিউনিটি ক্রোপস অফ রৌমারী সভাপতি নাজমুল আলম স্বাধীন, সাধারন সম্পাদক শহিদুর রহমান প্রভাষক, খাদ্য সহায়তা প্রকল্প সভাপতি আবুল কাশেম (অব:) সিনিয়র ওয়ারেন্ট অফিসার, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, সদস্য আব্দুল মোমেন ঠিকাদার, রফিকুল আলম শাহিন, আফজাল হোসেন বিপ্লব ও প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সোহরাব হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.