রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
রৌমারীতে নানা আয়োজনে ৫ম জাতীয় ডিজিটাল দিবস পালিত
ইউনুছ কুড়িগ্রাম জেলাপ্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারীতে ১২ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের মূর্যালে পুস্পস্তবক অর্পণ,বক্তৃতা, আবৃতি বির্তক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা,র্যালী, সেমিনার (“প্রতিপাদ্য ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ”), ডিজিটাল বাংলাদেশ দিবস কেন্দ্রীয় মুল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও পুস্কার বিতরনী।সকাল ১০টায় উপজেলা চত্বরে জাতীর জনকের মূর্যালে পুস্পস্তবক অর্পণ, ১০:১০ মিনিটে বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা, সাড়ে ১০টায় রৌমারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হয় ও প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় মূল অনুষ্টানে সংযুক্ত করা হয়। দুপুর ১টায় জয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মাহমুদা আক্তার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুতিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.