মিন্টু মিয়া রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে সারা বাংলাদেশে ১কোটি পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান উপজেলার ৬জন ডিলার এর মাধ্যমে মোট ২৫,৬২২ জন উপকারভোগীর কাছে রমজানের পূর্বে প্রথম পর্যায়ে ২লিটার সয়াবিন,(প্রতি লিটার ১১০টাকা) ২ কেজি মশুরডাল(প্রতি কেজি ৬৫ টাকা), ২ কেজি চিনি(প্রতি কেজি ৫৫ টাকা) ৪৬০ টাকার মূল্যে বিতরণ করা হবে। রবিবার(২০মার্চ) বিকাল ৫টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে ১০০পরিবারের মাঝে বিতরণ এর মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, দাঁতভাঙ্গা ইউপি চেয়্যারম্যান এসএম রেজাউল করিম, টিসিবির ডিলার মো. মনিরুল ইসলাম ভূট্ট স্থানীয় ওয়ার্ড মেম্বারগণ ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।