মিন্টু মিয়া, রৌমারী উপজেলা প্রতিনিধিঃ”সকলে মিলে শপথ করি, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ই ফেব্রুয়ারী ২০২২ ইং রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্ত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আয়োজনে, আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিডার প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম লিচু অধ্যক্ষ, এম আর স্কুল এন্ড কলেজ, মোঃ ইউনুছ আলী ইউপি সদস্য, মোঃ মিজানুর রহমান প্রজেক্ট অফিসার, মোঃ আব্দুল কাদের শৌলমারী ইউনিয়ন কাজী, লালু মিয়া ফেডারেশন চেয়ারম্যান ও শৌলমারী ইউনিয়ন ফ্যসিলেটেটর মৃনালকুমার অধিকারী প্রমূখ। সভা পরিচালনা করেন দাঁতভাঙ্গা ইউনিয়ন ফ্যাসিলেটেটর নিশীত কুমার।