রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
রৌমারীতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ জুলাই) উপজেলার ১ নং দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার গরিব ও দুস্থ জনসাধারণের স্বাস্থ্য সেবার জন্য মেডিক্যাল ক্যাম্পেইনে মোট ৬০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।তার মধ্যে পুরুষ-১৬৭জন, মহিলা-১৮৮ জন এবং শিশু-৪৫ জন, স্কুল শিক্ষক ১৫জন এবং শিক্ষার্থী ১৮৫জন। এছাড়াও ক্যাম্পেইনে অসুস্থ রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ময়মনসিংহ সেক্টরের এর মেডিক্যাল অফিসার ফারজানা নোমানের নেতৃত্বে বিজিবির সদস্যেদের উপস্থিতিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে। এসময় দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার তারিকুল ইসলাম, দৈনিক শিক্ষাডটকমকের প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা ও দৈনিক শিরোমনি জেলা প্রতিনিধি ইউনুছ আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.