রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
রৌমারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
মিন্টু মিয়া, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রৌমারী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা কার্যালয় উপজেলা সুপার ভাইজার আব্দুল্লাহ হেল কাফী, ইউনিয়ন সমাজকর্মী সাজেদুল ইসলাম ও আব্দুল মান্নানসহ অটিজম স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী। সভায় বক্তারা বলেন, অটিজম শিশুরা পরিবার ও সমাজের বোঝা নয়, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তাদের প্রতি যত্নশীল হতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.