রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
রৌমারীতে বোরোধান চাল গম সংগ্রহ উদ্বোধন
মিন্টু মিয়া, রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বোরো ধান, চাল, গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ই মে ২০২২ইং) দুপুর ২টার দিকে উপজেলা খাদ্য গুদাম এর আয়োজনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রাসেল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া (অঃ দাঃ), উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, সদস্য্ মশিউর রহমান, ওসি এলএসডি শাহনেওয়াজ মিয়া, রাইস মিল মালিক আবুল হোসেন, রোকনুজ্জামান রিপন, ও কৃষক আবুল কাশেম প্রমূখ। এ বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ১৪২৬ মেট্রিক টন, চাল ৮৭৭ মেট্রিক টন, গম ৫৪৬ মেট্রিক টন সংগ্রহ করা হবে। ধান ২৭ টাকা কেজি, গম ২৮ টাকা কেজি দরে কৃষকের নিকট থেকে ও চাল ৪০ টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে ক্রয় করা হবে। শ্রেণীভেদে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন। লক্ষ্যমাত্র পূরণে ধান ও চাল ক্রয় কার্যক্রম ৩১ শেষ আগস্ট ও গম ক্রয় ৩০শে জুন পর্যন্ত চলবে। খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া জানান এ বছর গম ক্রয়ে যে সরকারী মূল্য নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় কৃষকরা গুদামে না দিয়ে বাজারে বিক্রি করছেন। কাজেই লক্ষ্যমাত্রা পূরণে বেগ পেতে হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.