ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ৫০ তম বর্ষপূতি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর সকাল ৬ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,রৌমারী প্রেসক্লাব উপজেলা শাখা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয়তাবাদীদল বিএনপির অঙ্গসংগঠন, গণ অধিকার পরিষদ, রৌমারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, লাইফ লাইন, মর্নিং সান কিন্ডার গার্ডেন, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল, ছাদেক হোসেন মোমোরিয়াল, মুক্তাঞ্চল স্কুল, ইমারত শ্রমিক সংসগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, রৌমারী থানা, বাজার বণিক সমিতি, কৃষি অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অঙ্গসংগঠন পূস্পমাল্য অর্পন করে। উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নিবার্হী অফিসার আল ইমরান, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা সাংবাদিক। পরে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ পরির্দশন শেষে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেন।
২ views