মিন্টু মিয়া, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারীতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে বুধবার (১৬ মার্চ) সকালে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ।সভায় ঐতিহাসিক ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, মুক্তির উৎসব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা আগামি ১৭ থেকে ২৩ মার্চ প্রর্যন্ত রৌমারী উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। মেলা চত্ত্বরে ৩০ থেকে ৩৫ টি স্টল থাকবে। উক্ত উনুষ্ঠানে শিশু-কিশোর দের কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও প্রমান্যচিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জেসমীন আক্তার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যন বন্দবেড় ইউপি, বীর মুক্তিযুদ্ধা খন্দকার শামসুল আলম ও জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা শেকবর আলী, সাবরেজিস্ট্রার কর্মকর্তা শহিদুল ইসলাম, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,রৌমারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক এম আর ফেরদৌস, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি এস এম এ মোমেন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]