মিন্টু মিয়া,রৌমারী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে দোকান-পাঠ নির্মাণ ও লীজ দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে।রবিবার এলাকাবাসীর পক্ষে আমির হোসেন নামের এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে।অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার দাঁতভাঙ্গা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের জানালা বন্ধ করে মাটি ভরাট এবং দোকান-পাঠ ও লীজ দেওয়ার অভিযোগ উঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান দৈনিক শিরোমণিকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা একাডেমিক সুপার ভাইজারকে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]