মিন্টু মিয়া,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দূর্ঘটনা নিরসনে মোটরযান অধ্যাদেশ ২০১৮ সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী(জাইকা)’র সহায়তায় উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা মোঃ আসাদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার চেয়ারম্যান বন্দবেড় ইউপি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, ট্রাফিক ইন্সপেক্টর হায়দার আলী, মোটর শ্রমিক, গণ্যমাণ্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, ও সাংবাদিকবৃন্দ।
অপর দিকে উপজেলা অফিসার্স ক্লাব এ উপজেলা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও নারী নির্যাতন আইন সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য, কাজী, গণ্যমান্যব্যক্তি,শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।