ইউনুছ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শেখ আব্দুল্লাহ (৬৩) রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভিটাবাড়ী এলাকার মৃত শেখ রিয়াজুল হকের পুত্র।সোমবার (৪ জুুলাই) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেলে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাঁকে রংপুরে মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। রংপুর মেডিকেলে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়।রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিটিং চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে দ্রুত তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত অন্যত্র স্থানান্তর করেন চিকিৎসক। পরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৫টার দিকে বুকে প্রচন্ড ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে জরুরী বিভাগে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। পরে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।তিনি আরও বলেন, গত তিন আগেও একই সমস্যা নিয়ে তিনি এ হাসপাতালে এসেছিলেন। ওই সময় উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে বা ভালো কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন। তাঁর হঠাৎ মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শোক প্রকাশ করেছেন।কুড়িগ্রাম জেলা প্রশাসন তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত মর্মে শোকবার্তা দিয়েছেন।মরহুমের পরিবার সূত্রে জানা যায় যে,মঙ্গলবার সকাল ১১ঘটিকায় রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]