ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১৫টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:। গতকাল বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি ও মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন ও উপ-সহকারি ভূমি কর্মকর্তা রজব আলী প্রমূখ।উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:) জানান, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আধা সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলায় তৃতীয় ধাপে ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলিল ও চাবি হস্তান্তরের উদ্বোধন শেষে ১৫ জন সুবিধাভোগী পরিবারের কাছে দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছ্।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]