এরফান হোছাইনঃকরোনা মহামারির কারণে সৃষ্ট লকডাউনে কর্মহীন মানুষের মাঝে নিয়মিত ত্রাণ বিতরণের কার্যক্রমের আওতায় ১৩ জুলাই মঙ্গলবার মহেশখালী উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের ব্যক্তিগত উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
প্রথম দফায় বিকাল চারটায় পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে মহেশখালী পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডের ২০০ জন বয়ষ্কদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় সাড়ে ৫ টায় মহেশখালী পৌরসভার অভ্যন্তরীণ স্পীড বোর্ড ড্রাইভার , অটোরিকসা ড্রাইভার ,মুচি , ক্ষুদ্র ব্যবসায়ী, কালপাত মিস্ত্রি সহ ভাসমান ৩০০ জন শ্রমিককে
ডিজিটাল আইল্যান্ড সংলগ্ন শেখ হাসিনা স্ট্যাডিয়ামে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি ত্রাণের বস্তায় ছিল চাল ১০ কেজি,তেল ১ কেজি,ডিম ১ ডজন,পিয়াজ ১কেজি, কাচা মরিচ ১ কেজি,আলু ২.৫ কেজি,ডাল ১কেজি। ত্রাণ বিতরণকালে মেয়র আলহ্বাজ মকছুদ মিয়া জাতীয় দৈনিক শিরোমণিকে বলেন, ত্রাণ বিতরণের কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং কেউ বাদ পড়লে পরবর্তী ত্রাণ বিতরণের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লকডাউনে কেউ অনাহারে থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো।
বিতরণ কালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহফুজুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ট্যাগ অফিসার ও কৃষি কর্মকর্তা ফরহাদ জামান, কবি ও সাংবাদিক জাহেদ সরওয়ার সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]