রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
লকডাউন বাস্তবায়নে কাজ করছে কচুয়া থানা পুলিশ
উজ্জ্বল কুমার দাস কচুয়া,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কচুয়া উপজেলার প্রান কেন্দ্রের জিরো পয়েন্ট ও বাজারের আসপাশে লকডাউন বাস্তবায়নে কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে কড়াকড়ি অবস্থান নেয়।২৬ জুন লকডাউনের ৩য় দিন সকাল ১১ টার দিকে কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে তার তার সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।এসময় বাজারের বেশকিছু দোকান বন্ধ করে দেওয়া হয়।বাজারে আসা মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়।তবে সকাল থেকে কচুয়া বাজার সহ আসপাশের এলাকা ঘুরে দেখা গেছে ঔষধ ও জরুরি নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ কিন্তু সে অনুপাতে বাজার সহ আসপাশের বিভিন্ন জায়গায় লোকসমাগম লক্ষ্য করা গেছে।উপজেলার বিভিন্ন সড়কে ব্যাটারী চালিত ইজিবাইক,ভ্যান-রিকশা,মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করতেও দেখাগেছে।তবে স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী উপস্থিতি কম ছিল।আগের চেয়ে মাস্ক ব্যাবহারে মানুষের মাঝে সচেতনতা লক্ষ করা গেছে।লকডাউন বাস্তবায়নের কচুয়া উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু লোকের সাথে লকডাউন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তারা বলেছেন, লকডাউন যেমন করোনা সংক্রমন রোধের জন্য জরুরী তেমনি এই পরিস্থিতিতে হতদরিদ্র দরিদ্র মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে সেদিকেও প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।অন্যথায় হতদরিদ্র মানুষের জীবন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়বে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.