লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,মোঃ আকরাম হোসাইন : লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন চন্দ্রগঞ্জ থানার ওসি থাকা কালীন যুবকদেরকে চাকুরী দেয়ার কথা ৫০/৭০ হাজার টাকা করে নিতো।এবং আরো জানাযায় নিরীহ মানুষকে ৫০ হাজার টাকার বিনিময়ে,পাকা-ঘর নির্মাণ করে দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়।তার বিরুদ্বে রয়েছে টাকা খেয়ে মামলার তদন্ত রিপোর্ট উল্টোদিকে দেওয়ার ও প্রমান। তদন্ত শেষে পুলিশ সদর দপ্তরের নির্দেশে প্রত্যাহার করা হয় তাকে।অতিরিক্ত পুলিশ সুপার, পরাশ কান্তি নাথ মঙ্গলবার বিকালে চন্দ্রগঞ্জ থানাধীন হাজির পাড়া ইউনিয়নের ইন্দ্রপুর আসলাম মিজির বাড়ীতে ভুক্তভোগীদের স্বাক্ষ্য গ্রহণ করেন। পরে পুলিশ লাইনে বাদী বিবাদীকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে পুলিশ সদর দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে পিবিআই অভিযোগ তদন্ত করে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন দেয় বলে জানাগেছে। যার প্রেক্ষিত পুলিশ সদর দপ্তর তাকে অপসারনের নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]