লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-মোঃ আকরাম হোসাইন:তাদের মধ্যে মোবারক হোসেনে মোটরসাইলে চুরির মূল হোতা।পেশা গাড়ি চুরি। মোটরসাইকেল, অটোরিকশা চুরিতে তিনি বেশ পারদর্শী। পেশাদার চোর হিসেবেও রয়েছে খ্যাতি। লক্ষ্মীপুর জেলাতে রয়েছে তার বিশাল সিন্ডেকেটএজন্য চুরিতে দহ্মধের নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। গ্রামীণ অপরাধের সব অলি-গলিও তার মুখস্ত। এক-দুবার নয়, মোবারক পুলিশের জালে ধরা পড়েছেন ৯ বার।সাজাও হয়েছে মাসের পর মাস। তবে কারাগার থেকে জামিনে বেরিয়ে করতেন ফের চুরি।
এবার ৪ সহযোগীসহ আটক হয়েছেন মোবারক। ১০ বারের বেলায় যেন ভাগ্য খারাপ! কিশোর বয়সে বখে যাওয়া মোবারকের বাড়ি রায়পুর উপজেলার দক্ষিন কেরোয়া গ্রামে। মোবারকদের কারণে চারপাশে যেন নৈরাজ্যের মেঘ।
অদ্য ১১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের দিকনির্দেশনায় এবং লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তফা কামাল এর নেতৃর্ত্বে এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান, এসআই মোঃ কামাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় চাঁদপুর জেলার কচুয়া, মতলব, হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৫ (পাঁচ) টি চোরাই মোটর সাইকেল ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন মীরগঞ্জ বাজার এলাকা হইতে ০১ (এক) টি অটো রিক্সা উদ্ধার করা হয় এবং চোরচক্রের ০৫ (পাঁচ) জন সদস্যকে আটক করা হয়। এছাড়াও চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মহোদয়।