বরিশাল জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম: মুন্সীগঞ্জের গজারিয়া উপেজলায় মেঘনা নদী থেকে আবরার করিম তাছমিম নামে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার হোসেন্দীর ইসমানিরচর সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাতে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
তাছমিম (২১) বরিশালের সদর উপজেলায় আলেকান্দার সাইফুল করিম ফেরদৌসের ছেলে। সে বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের স্বজনরা জানান, গত ২৭ এপ্রিল বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা যাচ্ছিলেন তাছমিম। এ সময় লঞ্চের কিনারে হাঁটতে গিয়ে সে পা পিছলে নদীতে পড়ে যায়।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ সাংবাদিকদের বলেন, মেঘনায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে এর আগে তথ্য ছিল গত ২৭ এপ্রিল বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে কলাগাছিয়ায় এক যুবক লঞ্চ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন।’