লাতিন আমেরিকায় শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। সরকারী সূত্রে প্রাপ্ত তথ্যের সমন্বয় করে এএফপি এ হিসাব প্রকাশ করেছে।
সর্বশেষ হিসাবে লাতিন আমেরিকায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৫০ জন। আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।
লাতিন আমেরিকায় দেশ ব্রাজিলে শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। করোনায় বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।
ব্রাজিলের পরেই মৃত্যুর সংখ্যায় মেক্সিকো, পেরু, কলম্বিয়া এবং আর্জেন্টিনার অবস্থান। জনসংখ্যার অনুপাতে পেরুতে মৃত্যুর সংখ্যা বেশী। দেশটিতে প্রতি ১০ হাজারে ৬০৫ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত ৪৮ লাখের বেশী মানুষের মৃত্যু হয়েছে। মোট ২৩ কোটি ৭০ লাখ লোক আক্রান্ত হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]