আমিনুল ইসলাম রকি,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম ওরফে আইয়ুব আলী হত্যাকান্ডের রহস্যজট খুলেছে। দির্ঘ তদন্ত শেষে হত্যাকান্ডের মূল ঘাতক নেত্রকোনা জেলার বাসিন্দা শান্ত মিয়াকে গেল ১৩ জুন সোমবার গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ। এরআগে ঘটনার মাষ্টারমাইন্ড মূল পরিকল্পনাকারী আশরাফুল আলম ওরফে আফতাবুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে আফতাবুলের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক প্রযুক্তির আশ্রয় নিয়ে গত সোমবার রাতে গাজীপুর জেলার জয়দেপুর থানাধীন সালনা বাজার থেকে গ্রেফতার করা হয় কিলার শান্ত মিয়াকে। গতকাল দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবিদা সুলতানা। এসময় পুলিশ সুপার বলেন, হত্যাকান্ডের শিকার আইয়ুব আলী কালীগঞ্জ উপজেলার চাপারহাটে বিকাশের বড় এজেন্ট ছিলেন। মূলত স্থানীয় উত্তর বত্রিশহাজারী গ্রামের সোহরাব আলীর ছেলে আশরাফুল আলম ওরফে আফতাবুল তার পূর্ব পরিচিত বন্ধু নেত্রকোনা জেলার পূর্বদলা গ্রামের খোকন মিয়ার ছেলে শান্ত মিয়াসহ অপর সহযোগীদের সাথে নিয়ে পরিকল্পনা করে বিকাশ ব্যবসায়ী আইয়ুবের টাকা লুট করার। পরিকল্পনার অংশ হিসেবে তারা বিভিন্ন সময়ে ৪ বার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে পঞ্চমবারের চেষ্ঠায় গেল রমজান মাসে ২১ এপ্রিল রাত ১ টার দিকে বাড়ি ফেরার পথে রাম দায়ের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম ওরফে আইয়ুব। সেসময় হত্যাকারীরা আনোয়ারুলের টাকার ব্যাগ নিয়ে রক্তাত্ত রাম দা ফেলে পালিয়ে যায়। এরপর নিহতের ভাই আমিনুর ইসলাম লাভলু বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সেসময় সন্দেহমূলক ৩ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এরপর তদন্তে মুল পরিক্লপনাকারী ও কিলারের পরিচয় বেরিয়ে আসলে তাদের গ্রেফতার করা হয় ।
উল্ল্যেখ্য, চলতি বছরের গেল ২১ এপ্রিল রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে দোকান থেকে বাড়িতে ফেরার সময় জেলার কালীগঞ্জ উপজেলার কুটির পাড় এলাকায় অজ্ঞাত দূর্বৃত্তদের হাতে খুন হয় স্থানীয় চাঁপারহাট বাজারের বড় বিকাশ এজেন্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম ওরফে আইয়ুব আলী। তিনি পার্শ¦বর্তী চলবলা গ্রামের মৃত মতিন সরকারের ছেলে ।সেসময় তার সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে সটকে পরে দূর্বত্তরা। এরপর ওই দিনই অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হলে পর্যায়ক্রমে শনাক্ত হতে থাকে হত্যাকান্ডে জড়িত অপরাধীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]