মোঃআনোয়ারুল ইসলাম, লালনিরহাট জেলা প্রতিনিধি: ঋতুর পালা বদল ক্রমে, ঘটে ঋতুর পরিবর্তন, আমাদের এই দেশ প্রকৃতির দেশ,তাই প্রকৃতির মাঝ থেকে শরতের বিদায় হতে না, হতেই হেমন্তকে কাটিয়ে লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চল গুলোতে আগাম জানান দিলো শীতের আভাস। শীতের সেই আগমনীতে যেমন প্রকৃতিতে আনে এক অন্যরকম পরিবেশ। দিন যতই আগাচ্ছে শীত ততই যেন ঘিরে ধরছে।তাই মাঝে মধ্যে দিনের প্রায় অধিকাংশ সময় যদিও গরমের অনুভব হয়।কিন্তু সন্ধ্যা থেকে মোটামুটি ভাবে বেশ শীতের অনুভব হয়। এমনকি মধ্য রাতের দিকে কাঁধা কম্বল মুড়ি দিতে হয়।আর এই শীতের আভাসে যেন জানাচ্ছে, লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে শীত চলে আসছে। এমনকি সকাল সাঝে ঘাসের ডগায় গাছের পাতায়, কিংবা বিভিন্ন ফসলে,জমে
থাকতে দেখা যাচ্ছে শিশির কণা।এবং এর পাশাপাশি বাতাসে রয়েছে ঠান্ডা হিমেল অনুভূতিও।ঠিক এরই মাঝে পুরো পুরি ভাবে শুরু হয়ছে শীতের আমেজ।যদিও দিনে প্রচন্ড গরম, ঠিক তেমনিও সন্ধ্যা থেকে আংশিক কুয়াশা সহ শুরু হয়েছে শীতার্থ ভাব। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়ঃদিনে যদিও প্রচন্ড গরম, কিন্তু রাতে শুরু হয় শীত কাঁধা কিংবা কম্বল মুড়ি দিতে হয়। আবার এদিকে ভোর রাত থেকে কুয়াশা পরতে শুরু হয়েছে।