ভোলা প্রতিনিধিঃ
ভোকার লালমোহনে ইরি স্কিম করাকে কেন্দ্র করে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৬ জানুয়ারি সকাল অনুমান ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতি বছরের মতো নিজের জমিতে ইরি স্কিমের ড্রেন করতে গেলে একই এলাকার পরাণ বাড়ির মহসিন, ঝান্টু, লোকমান, বেলাল, হাকু, শাহাবুদ্দিন, মজিবল হক সহ আরো লোকজন লাঠিসোটা, দা, লোহার রড নিয়ে এসে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে নুরুল আমিন, মোস্তফা, সাহিদা, শহিদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এসময় হামলাকারীরা মহিলাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে এনে ভর্তি করায়। হাসপাতালে ভর্তি থাকা জাকির জানান, নজির আহমদের পুত্র মহসিন জোরপূর্বক আমাদের জমিতে স্কিম করার জন্য পায়তারা দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা আমাকে আমাদের জমিতে স্কিম করতে বলে। আমরা ড্রেনের কাজ করার সময় মহসিন লোকজন নিয়ে এসে আমাদের মারপিট করে। আহতরা এ ঘটনায় ন্যায় বিচার দাবী করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]