ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর মীরেরডাঙ্গা ও সেনপাড়া এলাকার দুই পক্ষের দ্বন্দ্বে সন্ত্রাসীদের হামলায় নিহত নিরপরাধ মীরেরডাঙ্গার মৃত আব্দুস সোবহান শেখের পুত্র ওয়েভ জুট মিলের শ্রমিক লিয়ন শেখ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবীতে এলাকাবাসী মানববন্ধন কমসুচি পালন করে। লিয়ন হত্যাকান্ডের ঘটনার ১৮দিন অতিবাহিত হলেও এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশ ব্যর্থ হওয়ায় মীরেরডাঙ্গা এলাকাবাসীর উদ্যোগে গতকাল ১৯ আগস্ট আছরবাদ খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট বাসস্টান্ডে মানববন্ধন কর্মসুচি পালন করেন। শেখ সুভ‘র সভাপতিত্বে এবং কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগ নেতা নাসির উদ্দিনের পরিচালনায় বক্তৃতা করেন আসাদুজ্জামান সোহেল, ইমরান মীর, মোহাম্মাদ নূর আলম, মো. আল আমিন, সাইফুল ইসলাম, মো. রাজ্জাক, মো.ইয়াসিন, মো. রাজিব. মুন্না, রাব্বি, রেখা, কুলসুম বেগম, নিলা নাসির, মুন্নি আক্তার, পারভীন বেগম, রেমা বেগম, মৃত লিয়নের মা হালিমা বেগম, ভাই শেখ নয়ন। মানববন্ধনে নারী,পুরুষসহ সর্বস্থরের মানুষ ব্যানার, ফেসটুন, প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন সম্পুর্ণ নিরপরাধ একটি ছেলেকে বিনাকারণে কুপিয়ে হত্যা করা হলো। এই ঘটনার দুই সপ্তাহের অধিক সময় অতিবাহিত হলেও হত্যাকারীদের পুলিশ গ্রেফতারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বক্তারা বলেন নিহত লিয়নের যদি রাজনৈতিক পরিচয় থাকতো, সে যদি অবস্থাশালী বা বৃত্তবান, প্রভাবশালী ব্যক্তির সন্তান বা আত্মিয় হতো তা হলে আসামীদের গ্রেফতারের পুলিশি তৎপরতা লক্ষ করা যেত। তারা বলেন এ হত্যাকান্ড নিয়ে কোন রাজনৈতি বা ষড়যন্ত্রের সুযোগ নেই তাই আগামী বৃহস্পতিবারের মধ্যে লিয়নের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে এলাকাবাসী সকলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আগামী ২১ আগস্ট রবিবার খুলনা জেলা প্রশাসকের বরাবর স্বারকলিপি প্রদানের ঘোষনা দেওয়া হয়। উল্লেখ্য গত ২ আগস্ট সন্ত্রাসীদের হামলায় আহত লিয়ন শেখ ৫ আগস্ট শুক্রবার রাত ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই ঘটনায় নিহতের মামাতো ভাই শুভ শেখ বাদী হয়ে দৌলতপুর থানাধীন সেনপাড়া আনসার ফ্লাওয়ার মিল রোড এলাকার রাশেদের পুত্র সালাউদ্দিন, সেলিম পাটোয়ারির পুত্র আলাউদ্দিন পাটোয়ারি, শহিদুলের পুত্র মো. মানিক ও মামুন, শিরোমণি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সামনের আব্দুল মান্নানের পুত্র মো. লিটন, সেনপাড়া আনসার ফ্লাওয়ার মিল রোড এলাকার আক্কাসের পুত্র মো ছাব্বির হোসেন, আফজালের পুত্র মো. শাহিন, মতির পুত্র পঙ্কজ, আকবারের পুত্র আকাশ, মৃত কাদেরের পুত্র স্বাধীন, এরশাদের পুত্র লিমন এবং মোস্তফার পুত্র রনিসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন (মামলা নং-৫, তাং-৫/৮/২০২২)। হত্যাকান্ডে ঘটনায় পুলিশ এজাহার ভুক্ত ৫নং আসামী শিরোমণি আব্দুল মান্নান শেখের পুত্র লিটন(৩০)কে গত ৯ আগস্ট রাতে শিরোমণি থেকে গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা আসামী সেনপাড়ার মৃত হোসেন আলীর পুত্র বাপ্পি(২৪)কে গত ৬ আগস্ট গ্রেফতার করেছে। বাকি আসামীদের পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লুৎফুল হায়দার বলছেন আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তাদের কোন ট্রেস বা ক্লু পাওয়া যাচ্ছেনা আসামীদের গ্রেফতারের মাঠে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]