রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১০তম জন্মদিবস ১-অক্টোবর
ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদক প্রাপ্ত বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১০তম শুভ জন্মদিন ১ অক্টোবর রোজ শুক্রবার ।বোয়ালখালী পৌরসভাস্থ শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণ ভাস্কর্য চত্বরে তাঁরই স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দিন সকাল দশটা থেকে দিনব্যাপী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র পক্ষ থেকে পুষ্পমাল্য, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, সভাপতি প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সার্থক ও সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলেঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। তিনি ২০০১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। বিজ্ঞপ্তি
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.