রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
লৌহজংয়ে প্রবাস ফেরত নারী পরিবারের হাতে লাঞ্ছিত
মো.সোহেল রানা, মুন্সীগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মুন্সীগঞ্জ লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজার সংগগ্ন মো.দিদার মোল্লার মেয়ে জর্ডান প্রবাস ফেরত মাফুজা আক্তার কে তার আপন ছোট ভাই শাহীন, হামিদুল মোল্লা ও বোনরা মিলে অর্থ-সম্পদ দখল নিয়ে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।তিনি অন্য বাড়িতে ভাড়া থাকে সেখানে গিয়ে মার ধর করে বলে অভিযোগ করেছেন ভোক্তভোগী মাফুজা আক্তার ও এলাকাবাসী।গত বুধবার ঘোলতলী বাজারে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায় স্থানীয় এলাকাবাসী মো.আয়ূব আলী মোড়ল,মো.সাইফুল ইসলাম,রেকেয়া বেগম,জোছনা বেগম, জানান মাফুজা আক্তার বিগত ৯ বছর যাবত প্রবাসে ছিল। বাড়িতে ঘর,ঢাকায় দোকান,এলাকায় জমিন ক্রয় গাঁওদিয়া ঘোলতলী বাজারে দোকান ক্রয় করেছেন।গত নভেম্বর মাসে তিনি প্রবাস থেকে বাড়িতে আসে এবং তার পরিবারের লোকজন মিলে নগদ টাকা, অলংকার, পাসপোর্ট তার ব্যাগ থেকে নিয়ে যায়। বিভিন্ন সময়ে তাকে মারধর করে একপর্যায়ে প্রবাস থাকা কালিন সময় টাকা -পয়সা হিসাব চাইলে নির্যাতন শুরু হয়। সর্বশেষ বাড়ি থেকে তাড়াতাড়ি দেয়।মাফুজা আক্তার বলেন, আমি প্রায় ৯ বছর প্রবাসে থেকে আমার পরিবারের সদস্যদের সুখের জন্য ঘর, বাড়ি, দোকান, জমি এবং নগদ ২২(বাইশ)লক্ষ টাকা দিয়েছি।আজ আমার পরিবারের সবাই আমাকে পাগল বলে এবং আমাকে মারধর করে।তিনি আরো বলেন প্রবাসে থাকা কালিন আমার ভাই হামিদ, বোন কুলছুম,আন্না, রাবেয়ার নামে টাকা পাঠাই।মেয়েকে মারধরের ঘটনায় জানতে চাইলে তার পিতা মো.দিদার মোল্লা বলেন আমার মেয়ের মাথা ঠিক নাই।আমরা ওকে ঔষধ দিয়ে ঠিক করার চেষ্টা করছি।টেলিফোনে যোগাযোগ করলে তার ভাই শাহীন ও হামিদুল মোল্লা জানান, অভিযোগ অস্বীকার করে বলেন আপনারা আমার পরিবারের লোজনের সাথে এসে কথা বলুন।আমার বোন মিথ্যা বলে।লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল তায়াবীর রহমান জানান , গতকাল দুপুরে মাফুজা আক্তার থানায় এসে একটি লিখিত অভিযোগ করেছেন তার আপন ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সবাই মিলে মারধর,তার সম্পদ দখল এবং তাকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে তদন্ত সাক্ষেপে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.