নিজস্ব প্রতিবেদক : সদ্য নিয়োগ পাওয়া আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সংবিধান অনুযায়ী যে শপথ নিয়েছি তা পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। গতকাল রোববার নতুন দুই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দিতে গেলে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের আট বিচারপতি ভার্চুয়াল এজলাসে বসেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সভাপতি নবনিযুক্ত দুই বিচারপতির সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে ধরে সংবর্ধনা জানান। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, একজন সফল বিচারপতি তিনিই, যিনি রায় দিয়ে মানুষের মনে জায়গা নেন। সংবর্ধনার পরে নতুন দুই বিচরপতি বক্তব্য দেন। এ সময় বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সংবিধান অনুযায়ী যে শপথ নিয়েছি তা পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। সংবর্ধনাকালে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী সংযুক্ত ছিলেন।
গত ২ সেপ্টেম্বর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর গত শনিবার আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। রোববার তারা আনুষ্ঠানিকভাবে আপিল বিভাগের বিচারিক কাজে অংশগ্রহণ করেন।