সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে।আজ (১৩ অক্টোবর) সকাল ১০ টায় সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপির যৌথ আয়োজনে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট,পূর্ব খোন্তাকাটা, দক্ষিন খোন্তাকাটা, উত্তর কদমতলা, রাজেশ্বর, জিলবুনিয়া, উত্তর সাউথখালী, দক্ষিণ সাউথখালী, বগী,গাবতলা ও শরণখোলা চরকান্দা এলাকায় মাঠ মহড়া ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।র্যালি শেষে এক আলোচনা সভার মধ্যে দিয়ে এ কর্মসূচি শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত,উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত,৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন,আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা,সিপিপির প্রতিনিধি সহ অন্যন্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা উপজেলার দুর্যোগে ঝুকিপূর্ণ বিভিন্ন এলাকা এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেয়।