রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
শরণখোলায় ইউপি নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।
সাব্বির হোসেন, শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও ২নং খোন্তাকাটা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন।
রবিবার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাচন অফিসে তারা তাদের পত্যাহার পত্র জমা দেন।
বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান মিলন জানান, আমি দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করা ব্যক্তি। কর্মীদের সান্তনা দিতে আমি মনোনায়ন পত্র জমা দিয়েছিলাম। সময় নিয়ে তাদের বুঝিয়ে এখন আবার তা প্রত্যাহার করলাম। বিদ্রোহী প্রার্থী মেজবা উদ্দিন খোকন বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে অমার প্রর্থীতা প্রত্যাহার করেছি। মনোনায়ন প্রত্র প্রত্যাহার করার পর দুপুরে শরনখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন তারা।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী আজমল হোসেন মুক্তা বলেন, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনকে তিনি অভিনন্দন জানান।
এখন আসন্ন ইউপি নির্বাচনে রায়েন্দা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কোন প্রর্থী না থাকায় আজমল হোসেন মুক্তা বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী হবেন। এছাড়া সাউথখালী ইউনিয়নেও আওয়ামীলীগের মোঃ মোজাম্মেল হোসেন ছাড়া আর কেউ মনোনায়ন পত্র জমা দেয়নি। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে এখন দুইটিতে এখন আর কোন প্রতিদ্বন্ধি নেই।
উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার জানান, রায়েন্দা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিলন ও খোন্তাকাটা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মেজবা উদ্দিন খোকন তাদের প্রার্থীতা রবিবার প্রত্যাহার করে নিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.