সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় করাতকল আইন সংশোধন, সুন্দরবন থেকে দূরত্ব ৫ কিলোমিটার নির্ধারন এবং বন্ধ থাকা করাতকল পুণরায় চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে করাতকল মালিক ও শ্রমিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, যুব লীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু উপস্থিত থেকে তাদের সাথে একাত্বতা প্রকাশ করেন।মনববন্ধনে করাতকল মালিক ও শ্রমিক নেতৃবৃন্দু বলেন, উপকূলীয় শরণখোলার মানুষের ঝড় ও জলোচ্ছাস সহ নানা দুর্যোগের সময় ঘর বাড়ি মেরামত করতে দেশীয় প্রজাতির কাঠ কাটতে হয়। কিন্তু বন বিভাগের পুরাতন আইন দ্বারা করাতকল বন্ধ করার কারনে এদিকে সাধারণ মানুষের যেমন দুর্ভোগ ঠিক তেমনই অপরদিকে শতশত শ্রমিক ও মিল মালিকরা দিশেহারা হয়ে পড়েছে করাতকল বন্ধ থাকার কারনে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]