সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধি বাগেরহাট,দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রাণি সম্পদ প্রর্দশনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি ) সহযোগীতায় উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর অয়োজন করে। আজ (৫ই জুন)শনিবার সকাল ১০ টায় রায়েন্দা সরকারি হাইস্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, হাস-মুরগির খামারি নাছির জোমাদ্দার প্রমুখ।মানুষকে উদ্বুদ্ধ করতে প্রদর্শনীতে হাস-মুরগি, গবাদি পশুর বিভিন্ন স্টল সাজানো হয়। পরে সফল খামারি বাছাই করে পুরষ্কার দেয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]