সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধি বাগেরহাট,দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ৭ নং রাজৈর ওয়ার্ডের সদ্য নির্মিত বেরি বাঁধের বাহিরে রাজৈর পূর্বমাথা মারকাজ মসজিদ হইতে উপজেলা সংলগ্ন বান্দাঘাটা পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবং পূর্নিমার জোয়ারের পানিতে শতশত মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এবং পানিবন্ধি হয়ে পরে, বেশীর ভাগ পরিবার এখন পর্যন্ত বাসার মধ্যে রান্নাঘরে রান্নার কাজ করতে পারেন না। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন মহোদয় এবং ২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাকির হোসেন খান মহিউদ্দিন পানি বন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চিরা এবং চিনি)বিতরণ করেছেন। মানব বন্ধনে উপস্হিত সকলে সরকারের কাছে ত্রান চাই না, আমরা রিং বাঁধ চাই, আমরা বাঁচতে চাই বলে দাবি করেন।আজ (২৮ মে) শুক্রবার সকাল ১১.০০ টায় মানব বন্ধনে হাজারো মানুষের উপস্থিতিতে চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর এবং মারকাজ মসজিদ খালের পার হইতে বান্দাঘাটা পর্যন্ত একটি রিং বাঁধের দাবি জানান।