রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
শরণখোলায় সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার
মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার শরণখোলায় জনতার সহায়তায় শরণখোলা থানা পুলিশ ৩ নারী চোরকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৬১ হাজার পাঁচশত টাকা ও দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।থানা পুলিশ জানায়, রোববার দুপুরে রায়েন্দা বাজারের পাঁচ রাস্তারমোড় থেকে নাসিমা নামের এক নারীর ব্যাগ থেকে ২১০০ টাকা ও দুইটি স্বর্ণের আংটি নিয়ে পালাবার সময় জনতার হাতে আটক হয় ঐ তিন নারী। এর আগে সকাল ১০টার দিকে শরণখোলা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার সময় এক নারী গ্রাহকের ভ্যানিটি ব্যাগ থেকে ৮০ হাজার টাকা চুরি করে নারীচক্রটি সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তিন নারীকে থানায় নিয়ে আসে।গ্রেফতারকৃত নারী সদস্য হলেন, মাদারীপুর জেলার চতুরপাড়া গ্রামের কামাল চৌধুরীর মেয়ে মৌসুমী বেগম এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের খুনকার ব্যাপারির মেয়ে পারভিন বেগম ও শার্মিন বেগম। এরা বাগেরহাটের খানজাহানআলীর মাজার সংলগ্ন এলাকায় অস্থায়ী ভাবে বসবাস করেন বলে জানাগেছে । শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত নারী সদস্যদের কাছ থেকে নগদ ৬১ হাজার পাচঁশত টাকা ও দুইটি স্বর্ণের আংটি জব্দ করা হয়েছে । এরা সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য । এদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.