সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় চলতি মৌসুমে ধান ফসলের রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (১৯ আক্টোবর) মঙ্গলবার সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রামে সাইক্লোন কাম স্কুলের দোতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমাবেশে কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন মজুমদার, হাসিবুল ইসলাম প্রমুখ।কিভাবে ধান ফসলের রোগ ও পোকার আক্রমণ থেকে চলতি মৌসুমের ফসল রক্ষা করা যায় সেই বিষয়ে বক্তারা কৃষকদের মাঝে আলোচনা করেন।