রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
শরণখোলায় সরকারী জমিতে ঘর তোলার অভিযোগ
জোবায়ের ফরাজী বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটের শরণখোলায় উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে, ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মনা তালুকদারের ছেলে মুনসুর তালুকদার ও একই গ্রামের মৃত মকবুল তালুকদারের ছেলে ওয়াহাব তালুকদার গত তিন মাস পূর্বে আমড়াগাছিয়া বাজারে মুক্তিযোদ্ধা অফিসের সামনের কাঁচা বাজারের জায়গা দখল করে রাতের আঁধারে দুটি টিনের ঘর তোলেন। যা বাজারের পরিবেশ নষ্ট করে এবং সবজি ব্যবসায়ীদের বসার স্থান দখল হয়ে যায়। তাছাড়া মুক্তিযোদ্ধাদের অফিসের সামনে ঘর তোলায় মুক্তিযোদ্ধাদের যাতায়াতসহ বাজারের পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।এ বিষয়ে মুক্তিযোদ্ধা এম আফজাল হোসাইন, মনিন্দ্রনাথ হালদার,শ্রী অজিৎ কির্তনী, শ্রী বঙ্কিম কুলু,মান্নান হাওলাদার, বাবু প্রেমানন্দ বিশ্বাস অভিযোগ করে বলেন, "রাতের আঁধারে মুনসুর ও ওয়াহাব নামে দুই ব্যবসায়ী বাজারের সরকারী জমি দখল করে দুটি ঘর তোলেন। যার কারনে আমাদের চলাফেরা ও সামনের পরিবেশ সম্পূর্ণরম্নপে নষ্ট হয়ে যায়। এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি"।এ ব্যাপারে জমি দখলদার মুনসুর তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন, "আমরা চেয়ারম্যানের কথায় ওখানে ঘর তুলেছি। ওই জায়গা নাকি তার, তিনি যদি বলেন তাহলে আমরা ঘর সরিয়ে ফেলবো। ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হোসেন টিপু বলেন, মুক্তিযোদ্ধাদের অফিস করার জন্য জায়গা দিয়েছি আমি এবং ওই জায়গাও আমার। তাছাড়া বাজার কমিটি সিদ্ধান্ত নেবে কোথায় বাজার বসানো যাবে কি না যাবে। আর ওরা যে দুটি ঘর তুলেছে সেখানে কিছু মালামাল রাখে প্রয়োজন হলে সরিয়ে ফেলবে। এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, "অন্যের জমি দখল করে কেউ ঘর তুলতে পারবেনা। এরকম যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.