সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় রোগীদের সাথে দুর্ব্যবহার ও রোগী না দেখার অভিযোগ তুলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে পাঁচ রাস্তা চত্বরে শরণখোলা উপজেলার সর্বস্তরের জনগণ নামে ব্যনারে ওই মানববন্ধনে সকল শ্রেণির সাধারণ মানুষ অংশ নেন।মানববন্ধনে দেয়া বক্তব্যে ইউপি সদস্য আকলিমা বেগম,মোঃ কালাম তালুকদার ও মহিবুল হাসান বলেন রোগীদের সাথে প্রায়শই চরম দুর্ব্যবহার করে থাকেন এবং তিনি কোন রোগী দেখেন না।কথায় কথায় তিনি সবাইকে হুমকি দেন এবং গরীব অসহায় রোগীদের খুলনায় পাঠিয়ে দেয়া হয়। তার ব্যবহারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় দাবি করে অতি দ্রুত তাকে বদলির দাবি জানান তারা।এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, তিনি কারো সাথেই কোনো রকমের দুর্ব্যবহার করেন না। কেউ প্রমাণ করতেও পারবেন না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]