মোহাম্মদ বাতেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ ২০ বছর আগে শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক পিপি হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলায় ৬ জনকে ফাঁসি ও ৪ জনকে যাবজ্জীবন, ৩ জন কে ২ বছর করে কারাদণ্ড এবং ২৯ জনকে খালাস প্রদান করেন আদালত, রবিবার (২১ শে মার্চ) দুপুরে শরীয়তপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শওকত হোসেন এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন (১) শহীদ তালুকদার (২) শহীদ কোতোয়াল (৩) শফি কোতোয়াল (৪) শাহিন কোতোয়াল (৫) সোলেমান (৬) মজিবর তালুকদার।পিপি হাবিবুর রহমানের ছেলে জেলা ও জজ আদালতের এপিপি ও পৌরসভার মেয়র পারভেজ রহমান বলেন বাবা ও চাচার হত্যার বিচারের রায় আমি ও আমার পরিবার মনখুন্ন, কারণ যাদের বিরুদ্ধে বাবা ও চাচার হত্যার প্রমান রয়েছে তাদের অনেকেই খালাস পেয়েছে। এজন্য উচ্চ আদালতে আপিল করবেন। আসামি পক্ষের আইনজীবী মাসুদুর রহমান বলেন আদালত যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।