শরীয়তপুরের আঙ্গারিয়া এলাকায় নছিমনের চাপায় আনোয়ার হোসেন ব্যাপারী (৩৫) নামে এক ইটভাঙ্গা মেশিনের শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনাটি ঘটেছে । নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার সুবেদারকান্দি গ্রামের এসকান্দার ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়,শুক্রবার বেলা ১১টার দিকে সোহাগ নামের এক ব্যক্তি নছিমনে পাট বোঝাই করে শরীয়তপুর-মাদারীপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় কীর্তিনাশা নদীর আঙ্গারিয়া সেতু থেকে নামতে গিয়ে নসিমটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা ইটভাঙা মেশিনের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে নছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন ব্যাপারী, আর গুরুতর আহত হন লুৎফর ও সাত্তার ব্যাপারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এসময় পাট বোঝাই নছিমনটি উল্টে আগুন ধরে যায়।পরে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের দল ও পুলিশ গিয়ে আগুন নিভিয়ে সড়ক চালু করে দেয়। নিহত আনোয়ার হোসেনের বাবা এসকেন্দার ব্যাপারী বলেন,আনোয়ারের দুজন শিশু সন্তান ও স্ত্রী রয়েছে। ওর আয়েই সংসার চালাতো। আমরা এখন ওর স্ত্রী-সন্তানদের কি বলে শান্তনা দেব। আর কে ওদের পাশে দাড়াবে?শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,নছিমনের ধাক্কায় এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় মামলা হবে। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চলছে। নছিমনটি জব্দ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]