সাজ্জাদ স্বদেশী, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার দুই উপজেলায় মঙ্গলবার দুইজন যুবক ও একজন নারী বজ্রপাতে নিহত হয়।সকাল থেকেই সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি ছিলো মেঘলাচ্ছন্ন। শরীয়তপুর জেলায় বেলা বাড়ার সাথে সাথে গুড়িগুড়ি বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটে। বেলা বারোটার দিকে একই সাথে দুটি উপজেলায় ঘটে বজ্রপাতে হতাহতের ঘটনা। জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের
মোসলেম মালের স্ত্রী (৭০) ঘাসের জমি থেকে গবাদিপশু আনতে গেলে ঘটনাস্থলে বজ্রাঘাতে মৃত্যু হয়,তার কিছুক্ষণ পর একটি গবাদিপশুর মৃত্যু হয়।
একই উপজেলার পাশাপাশি ছয়গাঁও ইউনিয়নের রতন মুন্সীর ছেলে সৌদি প্রবাসী মো: নাদিম (২৫) নিজস্ব মাছের খামারে কাজ করার সময় বজ্রপাতের শিকার হলে পরে তার স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য যে একই জেলার জাজিরা উপজেলায়ও হতাহতের ঘটনা জানা যায়, স্থানীয় সূত্রে পাওয়া তথ্য মতে,জাজিরা থানা বড়কান্দি ইউনিয়ন এর উমদ্দি মাদবর কান্দি নয়াবাজার সংলগ্ন স্থানে বজ্রপাতে জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত (২৭) নামের একজনের মৃত্যু হয়। এ নিয়ে দুটি উপজেলার প্রায় তিনটি পরিবারে এখন শোকের মাতম। হঠাৎ এই ঘটনায় আংতকিত এলাকার কৃষক ও গ্রাম বাসী।
উক্ত ঘটনাস্থলে ভেদরগঞ্জ ও জাজিরার থানার দ্বায়িত্বরত অফিসার ঘটনাস্থল গুলো পরিদর্শন করে নিহতদের আত্মীয়দের শান্তনা দেন। অপমৃত্যু ঠেকাতে জনগণ কে সচেতন হতে পরামর্শ দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]